এটা গাবলা বিল নামে পরিচিত। উক্ত বিলটি বেজকোলা থেকে শুরু হয়ে শায়েস্তাপুর, মুছিদাহ ও গাবলার উপর দিয়ে রাজাপুর সুইচ গেইটে মিলিত হয়েছে। শুকনা মৌসুমে এখানে ধান,পাট,পেঁয়াজ,রসুন ইত্যাদি চাষাবাদ করা হয়। বর্ষা মৌসুমে প্রচুর পরিমানে পানি হয়। অনেক দুর দুরান্ত থেকে লোকজন আসে নৌকা নিয়ে ভ্রমনে। এই বিলে বর্ষা মৌসুমে প্রচুর পরিমানে মাছ পাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস