Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Map of the Union

ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম গোয়ালন্দ মহকুমার অধীনে বর্তমান বসন্তপুর ও শহীদ ওহাবপুর এই ২টি ইউনিয়ন নিয়ে মামুনপুর ইউনিয়ন গঠিত হয়েছিল। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়।   ১৯৭২ এ  মামুনপুর ভাগ হয়ে  বসন্তপুর  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন জনাব আইনদ্দিন সরদার।   বর্তমানে ১৫টি ছোট বড় গ্রাম মিলিয়েই বসন্তপুর ইউনিয়ন পরিষদ।

 

বসন্তপুর ইউনিয়নের নাম বসন্ত বাবুর নাম অনুসারে করা হয়েছে  । বসন্তবাবু ছিলেন রেল স্টেশন মাষ্টার ।  তিনি ছিলেন রাজা সূর্য কুমার সেনের ভাগ্নের ছেলে।